জার্মান পুত্রবধূর সম্মানে ৩ হাজার অতিথিকে খাওয়ালেন শ্বশুর
জার্মান পুত্রবধূ আলিসা থিওডোরা পিত্তার সম্মানে তিন হাজার অতিথিকে খাওয়ালেন বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম। শুক্রবার (১১ মার্চ) তার ছেলে রাকিব হাসান শুভর বউভাত উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করেন।
শহিদুল ইসলাম জানান, আমি পুত্রবধূ হিসেবে আলিসাকে পেয়ে অত্যন্ত খুশি। এই খুশি ভাষায় প্রকাশ করতে পারছি না। আলিসার যেমন উদার মনমানসিকতা, তেমনি তার নম্র-ভদ্র আচরণ। আমাদের খুব সম্মান করে চলে। আলিসার সম্মানে আমি বড় ধরনের আয়োজন করেছি। আমি তিন হাজার মানুষকে আপ্যায়ন করেছি।
বিজ্ঞাপন
তিনি বলেন, আলিসা জার্মান নাগরিক হলেও বাংলাদেশের সংস্কৃতি খুব সুন্দরভাবে মেনে নিয়েছে। সে বাংলাদেশে আসার পর সবাইকে আপন করে নিয়েছে। আলিসা বাংলাদেশকে অত্যন্ত পছন্দ করে এবং ভালোবাসে। সে বলেছে, বাংলাদেশে প্রতি বছর আসবে।
বিজ্ঞাপন
শহিদুল ইসলাম জানান, অতিথিদের জন্য ৬৫টি ড্যাগে (বড় রান্নার পাত্র) খাবার রান্না করতে হয়েছে।
এদিকে শুক্রবার দুপুরে বউভাতের নির্ধারিত সময়ে অতিথিদের ঢল নামে বাটনা গ্রামের শহিদুল ইসলামের বাড়িতে। বড় বড় দুটি প্যান্ডেলে দুপুর থেকে বিকেল পর্যন্ত চলে মেহমানদারি। বিয়ের এই আয়োজন ঘুরে ঘুরে উপভোগ করতে দেখা গেছে আলিসা থিওডোরা পিত্তা ও তার বান্ধবী লেইসাকে। তিনি বিয়ের অনুষ্ঠানের পাশাপাশি গ্রামের মানুষজনের সঙ্গে ছবি তুলেছেন, ঘুরে বেড়িয়েছেন। এরই মধ্যে পরিণত হয়েছেন সকলের প্রিয়জন হিসেবে।
এর আগে গত বুধবার (৯ মার্চ) সন্ধ্যায় শহিদুল ইসলামের বাড়িতে আলিসা-শুভ দম্পতির গায়ে হলুদের আয়োজন করা হয়েছিল।
প্রসঙ্গত, ২০২০ সালের ৫ মার্চ আলিসা থিওডোর পিত্তা ইসলাম ধর্ম গ্রহণ করে রাকিব হাসান শুভর সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। দুজনের মধ্যে প্রেমের সর্ম্পকের সূত্র ধরে পরিচয় হলেও বিয়ে হয় পারিবারিক সিদ্ধান্তে। করোনার কারণে দুই বছর দেশে ফিরতে না পারলেও চলতি বছরের ৪ মার্চ দেশে ফেরেন শুভ-আলিসা দম্পতি। তাদের ৬ মাসের একটি ছেলে সন্তান রয়েছে। আলিসার সঙ্গে দেশে এসেছেন তার বান্ধবী লেইসা।
সৈয়দ মেহেদী হাসান/আরএআর