নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আগামীতে আবারো শেখ হাসিনার সরকার প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশে বিএনপি কখনো ক্ষমতায় আসবে না। শনিবার (১২ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ বন্দরে এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শামীম ওসমান বলেন, রাজনীতি এখন অনেক কঠিন হয়ে গেছে। শুধু আওয়ামী লীগ নয়, যেকোনো দলের ত্যাগী নেতাকর্মীরা আজ বেশি অবহেলিত। যাদের অনেকের ঘরে খাবার নেই, তবুও তারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনা প্রশ্নে আপোষ করেন না। এই লোকগুলোকে এখন বেশি অবমূল্যায়ন করা হয়। 

তিনি বলেন, মুখোশ পরার রাজনীতি চাই না। নীতির প্রশ্নে যারা আপস করে, মানুষ তাদের বেঈমান বলে। সিদ্ধিরগঞ্জের প্রতিটি ওয়ার্ডে স্বাধীনতার সপক্ষের নেতাকর্মীদের নিয়ে কমিটি সম্পন্ন হবে। আগামী ৩১ তারিখের মধ্যে সিদ্ধিরগঞ্জের ১০ ওয়ার্ডে ফরম দিয়ে বাবার নাম-ঠিকানাসহ জমা দিতে হবে। পরিবারের কেউ রাজনীতি করে কি না, তাও থাকতে হবে। 

শামীম ওসমান বলেন, প্রতিটি ওয়ার্ডে কোনো পক্ষ-বিপক্ষ দেখবেন না। যারা শেখ হাসিনা ও বঙ্গবন্ধুকে ভালোবাসেন তাদের আনতে হবে। নতুনদেরও সামনে আনতে হবে। সংখ্যায় কম হলে আপত্তি নেই। তবে ধান্ধাবাজ চাই না, এক নম্বর লোক চাই। মাত্র ৫০১ জন দিয়ে শুরু করুন। সবাই কর্মী, কেউ নেতা থাকবে না। ৫০১ জন করে কমিটি যত দ্রুত সম্ভব ৩১ তারিখের মধ্যে সম্পন্ন করুন।

নাসিক নির্বাচনে কমিটি বিলুপ্তের বিষয়ে ইঙ্গিত করে শামীম ওসমান বলেন, জনগণ কার পক্ষে ছিল আমি জানি, কি হয়েছে তাও জানি। তবে একটা জিনিস জানি, যারা জনগণের মানুষ, তারা জনগণের পক্ষে থাকবেন সব সময়। পদ-পদবি, চেয়ারম্যান-মেম্বার-কাউন্সিলর বড় কথা না, মানুষের ভালোবাসাই বড়। এখন এত বেশি আওয়ামী লীগের সংখ্যা হয়ে গেছে, মাঝে মাঝে মনে হয় আমি আওয়ামী লীগ করি না। চারিদিকে আওয়ামী লীগের ঠেলাঠেলি। ধাক্কা আসলে বুঝা যাবে কয়জন থাকে আর কয়জন থাকে না।

রাজু আহমেদ/এসপি