শজনেগাছের ডাল ঘরের চালে, সংঘর্ষে বৃদ্ধ নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শজনেগাছের ডাল কাটাকে কেন্দ্র করে বিরোধের সমঝোতা করতে গিয়ে প্রাণ গেছে এক বৃদ্ধের। সোমবার (১৪ মাচ) সকালে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর ঝাংড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মজনু আলী (৬০) একই এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে। জানা যায়, নিজ স্ত্রীর ভাতিজার ওপর হামলা ঠেকাতে গিয়ে নিহত হন মজনু আলী।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী আহসান হাবিব, স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল জানান, সকালে বাড়ির পাশে দানেশের সীমানায় একটি শজনেগাছের ডাল সোহেলের বাড়ির চালে আটকে থাকলে সোহেল ডালটি কাটতে যান। এ সময় প্রথমে দানেশ ও পরে তার ভাই কায়েম সোহেলকে বাধা দিলে বাগবিতণ্ডার এক পর্যায়ে সোহেলের ওপর চড়াও হন তারা।
সোহেলের ফুফা মজনু আলী তার চাচাতো ভাই দানেশ ও কায়েমকে থামাতে গিয়ে তর্কে জড়িয়ে পড়েন। এ সময় রড ও লাঠিসোঁটা নিয়ে সোহেলের ওপর হামলা চালালে মজনু এগিয়ে গেলে তিনি আঘাতে গুরুতর জখম হন। কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মনিরুল ইসলাম জানান, সীমানা নিয়ে সোহেল ও দানেশের পরিবারকে নিয়ে একাধিকবার সালিস হয়েছে। আজ শজনেগাছের ডাল কাটা নিয়ে মারামারিতে জড়িয়ে পড়লে এতে বৃদ্ধ মজনুর মৃত্যু হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী যোবায়ের হোসেন জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্ত করে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার অনুসন্ধান শেষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মো. জাহাঙ্গীর আলম/এনএ