গোলজার রহমান আদর

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় ঢাকার এক উপপরিচালকের বিরুদ্ধে কালের কণ্ঠ পত্রিকার রংপুর অফিসের ফটো সাংবাদিক গোলজার রহমান আদরকে মুঠোফোনে হুমকি-ধমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রংপুর মহানগরীর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন রংপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোলজার রহমান আদর।

তিনি বলেন, মঙ্গলবার বেলা ১টার দিকে কালের কণ্ঠ রংপুর অফিসে অবস্থানকালে আমার ব্যবহৃত মুঠোফোনে অজ্ঞাত একটি নম্বর থেকে ফোন করে দুদকের মামলা সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন সালাউদ্দিন নামে এক ব্যক্তি। তিনি নিজেকে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকার উপপরিচালক হিসেবে পরিচয় দেন। একপর্যায়ে আমি তাকে অফিসের টিঅ্যান্ডটি নম্বর থেকে ফোন করতে বললে তিনি আমার ওপর রেগে গিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করার পাশাপাশি মামলার বিষয়ে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেন। 

গোলজার রহমান আদর বলেন, আমি রংপুর সিটি করপোরেশনে ক্যামেরাপারসন হিসেবে কর্মরত থাকাকালীন ২০১৯ সালে ২৭ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয় রংপুর থেকে আমার বিরুদ্ধে একটি মামলা করা হয়। এখন সেটি বিচারাধীন রয়েছে। এ পরিস্থিতিতে মামলা সংক্রান্ত বিষয়ে জানতে চেয়ে  মুঠোফোনে ভয়ভীতি দেখানোর ঘটনায় আমি শঙ্কিত। দুদকের উপপরিচালক পরিচয় দেওয়া ওই ব্যক্তি আমাকে বিপদে ফেলানোসহ আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটাতে পারেন। এ কারণে আমি থানায় জিডি করেছি।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ ঢাকা পোস্টকে জানান, ওই ফোন কলের সূত্র ধরে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে একজনকে বিষয়টি তদন্তের দায়িত্বও দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে অভিযোগের ব্যাপারে জানতে সালাউদ্দিন নামে ওই ব্যক্তির ফোন নম্বরে কল করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। 

ফরহাদুজ্জামান ফারুক/আরএআর