কুমিল্লার চান্দিনায় রেদোয়ান আহমেদ কলেজের অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূইয়াকে মারধর করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার (১৬ মার্চ) দুপুরে কলেজে এ ঘটনা ঘটেছে।

আহত অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূইয়া জানান, কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী রাজনের সঙ্গে ছাত্রলীগের কর্মীদের আগে থেকেই তুচ্ছ ঘটনা নিয়ে ঝামেলা হয়েছে। 

বুধবার দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে ছাত্রলীগ নেতাকর্মীরা মানববন্ধন করার জন্য ছাত্র-ছাত্রীদের শ্রেণিকক্ষ থেকে বের করে।এসময় তাদেরকে ক্লাসে ফেরার অনুরোধ করলে স্থানীয় যুবলীগ নেতা মনির খন্দকারের ছেলে ছাত্রলীগ নেতা রবি, রানা, জামিল আমাকে গালমন্দ ও মারধর করে। 

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।

তিনি জানান, অধ্যক্ষের ওপর হামলার অভিযোগের ঘটনায় তিনজনকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে চান্দিনা উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী ইয়াসিন অভি জানান, বিষয়টি শুনেছি। শিক্ষকের ওপর হামলার বিষয়টি দুঃখজনক। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

অমিত মজুমদার/এমএএস