আদালত অবমাননার দায়ে রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) রত্না পারভীনকে আটক করেছে পুলিশ। রত্না পারভীন ওই ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য।

বুধবার (১৬ মার্চ) বিকেলে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন সদর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান। এর আগে মঙ্গলবার রাতে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে তিনি আটক হন।  

ওসি মোস্তাফিজার রহমান বলেন, একটি মামলায় আদালতের আদেশ অমান্য করায় রত্না পারভীনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। তিনি আদালতে উপস্থিত না হয়ে আদালতের আদেশের অবমাননা করেছেন। পরোয়ানা অনুযায়ী তাকে আটক করে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে চন্দনপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রহমান বলেন, ইউপি সদস্য রত্না পারভীনকে মঙ্গলবার রাতে পুলিশ আটক করেছে। তবে কী কারণে তাকে আটক করা হয়েছে সে সম্পর্কে আমি অবগত নই। 

ফরহাদুজ্জামান ফারুক/আরআই