টাঙ্গাইলে পরপর দুর্ঘটনা ও পরিবহনের চাপে ভোগান্তি চরমে
টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু ও মহাসড়কে পরপর কয়েকটি দুর্ঘটনা ও বাড়তি পরিবহনের চাপে ভোগান্তিতে পড়েছে চালক ও যাত্রীরা। বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোর থেকে সকাল পর্যন্ত বঙ্গবন্ধু সেতু ও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দুর্ঘটনার ফলে কোথাও কোথাও যানজট এবং পরিবহন ধীরগতিতে চলাচল করছে।
এ ছাড়া সিরাজগঞ্জ অংশে মহাসড়ক বর্ধিতকরণের কাজ করায় সেখানে তৈরি হওয়া যানজট টাঙ্গাইল অংশে গিয়ে যানজট সৃষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিজ্ঞাপন
এদিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে ঢাকাগামী লেনের কালিহাতী এলেঙ্গা পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার অংশে পরিবহন চলাচলে ধীরগতি রয়েছে।
জানা গেছে, ঢাকা-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়ায় ভোর ৫টার দিকে ট্রাকের অন্য পরিবহনের সংর্ঘষ হয়। এরপর সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতুর ওপর ৩৫ নম্বর পিলারের কাছে দুটি পরিবহনের সংঘর্ষে একজন গুরুতর আহত হয়েছে। পরে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জের সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
এ ছাড়া সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব সেতুর ভায়াডাক্ট অংশে একটি দাঁড়ানো পরিবহনকে পেছন থেকে পরপর দুটি পরিবহনের সংঘর্ষ বাধে। ফলে পরপর কয়েকটি দুর্ঘটনা ঘটে। আবার দীর্ঘ ছুটিতে মহাসড়কে পরিবহনের চাপ বেড়ে যাওয়ায় মহাসড়কে ভোগান্তি ঠেকেছে চরম পর্যায়ে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্তে কয়েকটি দুর্ঘটনার খবর জানা গেছে। সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত যানজট ও ধীরগতি ছিল। দুর্ঘটনার শিকার যানগুলো সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হলেও এখনো মহাসড়কে পরিবহনের বাড়তি চাপ রয়েছে।
অভিজিৎ ঘোষ/এনএ