ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে ছিনতাই করা ট্রাকের চাপায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৯ মার্চ) সকালে উপজেলার ফায়ার সার্ভিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মাধবপুর উপজেলার পূর্ব মাধবপুর গ্রামের রিকশাচালক সামাদ মিয়া (৩০), একই উপজেলার মুরাদপুর গ্রামের আনছু মিয়া (৩৫) এবং ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বার চান্দুরা গ্রামের মফিজুল ইসলাম (২৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।

স্থানীরা জানান, শনিবার সকালে টাঙ্গাইল থেকে ছিনতাইকারীরা একটি ট্রাক ছিনতাই করে সিলেটে নিয়ে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কের মাধবপুর উপজেলার ফায়ার সার্ভিস এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই অটো রিকশার চালক নিহত হন। গুরুতর আহত হন দুই যাত্রী। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুপুরের দিকে ওই দুজনও মারা যান।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, ট্রাক ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় বেপরোয়া গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ট্রাকটি আটক করা হয়েছে, চালক পালিয়ে গেছেন।

মোহাম্মদ নুর উদ্দিন/এনএ/জেএস