নাটোরের সিংড়ায় টিউবওয়েলের পাইপ বসানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরিফুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার ২ নং ডাহিয়া ইউনিয়নের ডাহিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। 

শরিফুল ইসলাম সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার দিঘলিয়া গ্রামের মৃত নূর মোহাম্মদ মোল্লার ছেলে।

স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যার দিকে উপজেলার ডাহিয়া বাজারে টিউবওয়েল বোরিং করাকালে শরিফুল ইসলাম টিউবওয়েলের পাইপের সঙ্গে বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

২ নং ডাহিয়া ইউপি চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তাপস কুমার/এসপি