যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। রোববার (২০ মার্চ) সকালের দিকে এসব দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- বাঘারপাড়া উপজেলার মাঝিয়ালি গ্রামের রনজিৎ সরকার (৬৫), সদর উপজেলার ঘুনি গ্রামের সাইফুর রহমান (৬০) ও একই গ্রামের মনজেল মজুমদার (৫৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ৯টার দিকে যশোর-মাগুরা সড়কের খাজুরা ভাটারামতলায় রাস্তা পারাপারের সময় মাগুরামুখী একটি বাসের ধাক্কায় রনজিৎ সরকার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতলে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

অপরদিকে যশোর-খুলনা আঞ্চলিক সড়কের পদ্মবিলায় চায়না প্রকল্পের সামনে ওভারটেক করার সময় ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী আহত হন। তাদের যশোর হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক জসিম উদ্দিন মৃত ঘোষণা করেন।

নিহত সাইফুরের ভাইপো আসাদুজ্জামান জানান, আহত হওয়ার পর আমরা তাদের হাসপাতালে আনি। সেখানে ভর্তির কিছুক্ষণ পর তারা মারা যায়।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের খবর শুনেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জাহিদ হাসান/এসপি