মাইক্রোবাস থামিয়ে ৩ জনকে কুপিয়ে টাকা-স্বর্ণালংকার লুট
বরগুনায় মাইক্রোবাসের গতিরোধ করে তিন লক্ষাধিক টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। এ সময় তিনজনকে কুপিয়ে জখম করা হয়েছে। শনিবার (১৯ মার্চ) রাতে সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের ছোট গৌরীচন্না এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- একই এলাকার আলী হোসেনের ছেলে সাইফুল ইসলাম কনু (৪৫) ও সাইদুল ইসলাম সোহেল (৩৫) এবং তাদের চাচাত ভাই জাহাঙ্গীর হোসেন (৪৫)।
বিজ্ঞাপন
আহতদের পরিবার সূত্রে জানা যায়, সোহেল ঢাকায় চাকরি করেন। কয়েক দিন আগে সপরিবারে বরগুনায় আসেন। ২ দিন আগে স্ত্রী, সন্তান ও আত্মীয়দের নিয়ে কুয়াকাটায় বেড়াতে যান। সেখান থেকে শনিবার রাত ৮টার দিকে নিজ বাড়িতে যাওয়ার সময় গাড়িতে লুটপাট চালায় দুর্বৃত্তরা। এ সময় সোহেল ও তার ভাই কনু, জাহাঙ্গীরকে কুপিয়ে আহত করে এবং তাদের সঙ্গে থাকা ৩ লাখ ২৫ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
পরে আহতদের উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরে গুরুতর আহত সোহেল ও কনুকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কর্তব্যরত চিকিৎসক।
বিজ্ঞাপন
স্থানীয় নাঈম ইসলাম বলেন, রাতে চিৎকার শুনে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি, তিনজন জখম হয়ে পড়ে আছে। পরে স্থানীয়দের সহায়তায় তাদের হাসপাতালে নিয়ে যাই।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মদ বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এসপি