প্রার্থিতা প্রত্যাহার করলেন মেয়র আরিফ
সিলেট জেলা বিএনপির কাউন্সিলে সভাপতি পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার (২২ মার্চ) এক সংবাদ সম্মেলনে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন তিনি।
মূলত কেন্দ্রের নির্দেশে তিনি সভাপতি পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেয়র বলেন, বিএনপি দেশের বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল। সেই দলের একনিষ্ঠ কর্মী হিসেবে আমার কাছে দল বড়। একজন ব্যক্তির চেয়ে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় গুরুত্বপূর্ণ। এ অবস্থায় দলের হাইকমান্ড মনে করেছেন, একজন মেয়র হিসেবে নগরবাসীর আশা-আকাঙ্ক্ষা পূরণে আরও বেশি মনোযোগী হতে হবে। পাশাপাশি দলের স্বার্থে বড় কোনো কাজের জন্য প্রস্তুত থাকা বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে সভাপতি পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করছি।
সংবাদ সম্মেলনে বিএনপির একাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
মাসুদ আহমদ রনি/এসপি