সীমান্ত হত্যা বন্ধে বিজিবি-বিএসএফের সৌহার্দ্যপূর্ণ মনোভাব রয়েছে
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ বলেছেন, পতাকা বৈঠক থেকে শুরু করে উচ্চ পর্যায়ের বৈঠকে পর্যন্ত সীমান্তে হত্যা বন্ধের বিষয়ে আমরা (বিজিবি-বিএসএফ) আলোচনা করি। এটি বন্ধে আমাদের উভয় পক্ষের সৌহার্দ্যপূর্ণ মনোভাবের কোনো কমতি নেই।
উভয় পক্ষই চাই এই মৃত্যু শূন্যতে নামিয়ে আনতে। যেভাবে আমরা কাজ করছি, একে অন্যের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছি, এতে করে এ বিষয়ে অবশ্যই উন্নতি হবে।
বিজ্ঞাপন
বুধবার (২৩ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আইসিপি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
বিজিবি প্রধানকে ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় বিএসএফের একটি দল স্বাগত জানায়। বিএসএফের বাধায় আখাউড়া ইমিগ্রেশন ভবন নির্মাণ কাজ বন্ধের বিষয়ে বিজিবি মহাপরিচালক বলেন, এ বিষয়ে আন্তর্জাতিক কিছু নিয়ম আছে। সেগুলো আমাদের মানতে হয়, তাদেরও মানতে হয়। আন্তর্জাতিক নিয়ম মেনেই এই নির্মাণ কাজটা আমরা করব।
বিজ্ঞাপন
এ বিষয়ে আমাদের উচ্চ এবং মন্ত্রণালয় পর্যায়ে পত্রালাপ করা আছে। আমরা কাজ করছি যত দ্রুত সম্ভব এটা সমাধান করার জন্য। এ সময় বিজিবি মহাপরিচালকের সঙ্গে বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজিজুল সঞ্চয়/আরআই