আশুলিয়ায় বাড়িতে আগুন, ১ ঘণ্টা পর পৌঁছাল ফায়ার সার্ভিস
সাভারের আশুলিয়ায় একটি টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন প্রায় ২৪টি কক্ষ পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত ৯টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ঘোষবাগ সরকারি প্রাইমারি স্কুলের পাশে নুরুল ইসলামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে আগুন লাগে। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পাশাপাশি ফায়ার সার্ভিসের জরুরি সেবাসহ ডিইপিজেড ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। প্রায় ১ ঘণ্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সাভার ফায়ার সার্ভিসের ডিউটিম্যান সামিনুর রহমান জানান, আমাদের স্টেশন থেকে গাড়ি বের হয় রাত ৯টা ১০ মিনিটে। রাস্তায় যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়েছে।
বিজ্ঞাপন
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান রাজিব বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় ৩০ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।
মাহিদুল মাহিদ/আরএআর