প্রগতিশীল বাংলাদেশ গড়ার প্রত্যাশায় শহীদ বেদিতে যুবলীগের শ্রদ্ধা
প্রগতিশীল বাংলাদেশ গড়ার প্রত্যাশায় শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ যুবলীগ। শনিবার (২৬ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটে বাংলাদেশ যুবলীগের সভাপতি ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ যুবলীগের সভাপতি ফজলে শামস পরশ বলেন, প্রথমে আমি শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি। তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমরা চাই শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে নতুন প্রজন্ম দেশকে ভালবাসবে। একইসঙ্গে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত, সুখী ও সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলবে, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ২৫ মার্চ গ্রেফতার হওয়ার আগে এক গোপন বার্তায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। যার ফলে দীর্ঘ ৯ মাস যুদ্ধের মাধ্যমে আমরা বিজয় ছিনিয়ে নিতে পেরেছিলাম। সেই ধারাবাহিকতায়, সেই মর্ম ধারণ করে আজকের প্রজন্ম প্রকৃত ইতিহাস চর্চা করবে। একইসঙ্গে বাংলা শিল্প সাহিত্যের উন্মেষ ঘটাবে। বাঙালি জাতি হিসেবে আমাদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য ধারণ করে সামনের দিকে একটা প্রগতিশীল বাংলাদেশ গড়বে।
যুবলীগের সভাপতি বলেন, জাতির দাবি ছিল যুদ্ধাপরাধীদের বিচার। শেখ হাসিনার নেতৃত্বে যুদ্ধপরাধীদের বিচার হচ্ছে। এই বিচার চলমান থাকবে বলে আমি বিশ্বাস করি। শেখ হাসিনার নেতৃত্বে সকল যুদ্ধাপরাধীর বিচার হবে।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন- আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার, যুগ্ম-আহ্বায়ক মইনুল ইসলাম ভুইয়াসহ ঢাকা জেলা যুবলীগের নেতাকর্মীরা।
মাহিদুল মাহিদ/এসপি