খুলনা মহানগরীতে কাভার্ড ভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (৩০ মার্চ) রাত পৌনে ১১টার দিকে খুলনা আবু নাসের স্টেডিয়ামের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খানজাহান আলী থানা এলাকার ইষ্টার্ন গেটের বাসিন্দা রহমান শেখের ছেলে মো. আলাউদ্দিন শেখ (৩০) ও একই থানার আটরা ডাক্তারবাড়ি এলাকার মৃত জরিপ কাতলীর ছেলে মো. আরজু আল চয়ন (২৮)। এছাড়া আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মো. আনসার আলী শেখের ছেলে মো. হামিদুর রহমান (২৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা থেকে দৌলতপুরগামী একটি লাল রঙের প্লাটিনা মোটরসাইকেলকে কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা চালকসহ তিনজন গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে আলাউদ্দিন শেখকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

অপর দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টায় আরজু আল চয়ন মারা যান। বর্তমানে হামিদুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, মোটরসাইকেল ওই তিনজন খুলনা মহানগরীর সিম্ফনি ম্যাক্সটেল মোবাইল কোম্পানির সেলস অফিসার হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো ডিউটি শেষে তারা একসঙ্গে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন।

খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান বলেন, ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন। তবে কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এছাড়া দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।

মোহাম্মদ মিলন/এসপি