তরুণদের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ : জার্মান রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার বলেছেন, তরুণদের হাত ধরে সামনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ। তরুণরাই এ দেশের ভবিষ্যৎ। তারা এই সমাজের মূল চালিকা শক্তি। সকল কার্যক্রমে তাদের সম্পৃক্ততা ছাড়া অগ্রগতির সুযোগ নেই।
বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে জার্মান সরকারের অর্থায়নে পরিচালিত বেসরকারি উন্নয়ন সংস্থা দি হাঙ্গার প্রজেক্টের ব্রেভ প্রকল্পের আয়োজনে বাগেরহাটের তরুণদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় সভা শেষে তিনি এ সব কথা বলেন।
বিজ্ঞাপন
রাষ্ট্রদূত বলেন, আজকের এই আয়োজনে তরুণদের অংশগ্রহণ খুবই আকর্ষণীয় ছিল। আমি ভেবেছিলাম আমার মতো বয়স্করাই এখানে বেশি থাকবেন। তবে তরুণদের অংশগ্রহণ এবং তাদের সম্পৃক্ততা দেখে আমি অভিভূত হয়েছি। তাদের গতিশীলতা এবং সক্রিয়তা আমাকে মুগ্ধ করেছে। এটা খুবই অসাধারণ অভিজ্ঞতা।
বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ওই অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা তিনশতাধিক তরুণ অংশ নেন। সভায় উপস্থিত তরুণদের কথা শোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে তাদের চ্যালেঞ্জ, আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করেন রাষ্ট্রদূত। এ সময় রাষ্ট্রদূতের সহধর্মিণী বেটিনা ট্রোস্টার ও দি হাংগার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার সঙ্গে ছিলেন।
বিজ্ঞাপন
আয়োজকরা জানান, ব্রেভ মূলত ‘উগ্রবাদ-জঙ্গীবাদ সহিষ্ণু এলাকা’ সৃষ্টির একটি উদ্যোগ। ২০২০ সাল থেকে দি হাঙ্গার প্রজেক্ট প্রশিক্ষিত তরুণ স্বেচ্ছাসেবকদের নিয়ে বাগেরহাট জেলার তিনটি উপজেলার ২৬টি ইউনিয়নে এই কার্যক্রম বাস্তবায়ন করছে। জার্মান সরকারের সহযোগীতায় বাস্তবায়িত হচ্ছে এই প্রকল্পটি। যার কার্যক্রম ও অভিজ্ঞতা বিনিময় সভায় উপস্থিত হতে বৃহস্পতিবার সকালে রাষ্ট্রদূত বাগেরহাটে আসেন।
এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বাগেরহাটের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. আজিজুর রহমানের সভাপতিত্বে প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভায় অংশগ্রহণ করেন তারা।
তানজীম আহমেদ/আইএসএইচ