উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ

নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তোফায়েল আহমেদকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (০১ এপ্রিল) উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরন্নবীসহ মুক্তিযোদ্ধাদের সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে মুক্তিযোদ্ধাদের অসম্মানসহ লাঞ্ছিত করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ।

যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি জননেত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর হয়। গতকাল বৃহস্পতিবার (৩১ মার্চ) জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগের দায়িত্বে নিয়োজিত সাখাওয়াত হোসেন শফিক আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে রাত সোয়া ১২টার দিকে বর্ধিত সভায় ডোমার উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে ঔদ্ধত্য আচরণের কারণে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদকে দলীয় পদ থেকে অব্যহতির ঘোষণা দিয়েছেন। 

জেলা আওয়ামী লীগের সদস্য শাহিদ আহম্মেদ শান্তু ঢাকা পোস্টকে বলেন, বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা সাখাওয়াত হোসেন শফিক দলীয় পদ থেকে উপজেলা চেয়ারম্যানকে অব্যাহতির ঘোষণা দিয়েছেন। 

এ বিষয়ে জানতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হককে একাধিকবার ফোন দেওয়া হলে তিনি রিসিভ না করায় মন্তব্য জানা যায়নি। 

জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ ঢাকা পোস্টকে বলেন,  আমি সব সময় মুক্তিযোদ্ধাদের সম্মান করে চলি। বীর মুক্তিযোদ্ধাদের কারণেই আমারা একটি পতাকা পেয়েছি। ২৬ মার্চে আমি কোনো মুক্তিযোদ্ধার সঙ্গে খারাপ আচরণ করিনি। তাদের সঙ্গে খারাপ আচরণের কোনো প্রশ্নই আসে না। দলীয় প্রতিপক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার করে আমার ও দলের সম্মানহানি করার চেষ্টা করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা নির্বাচনে আমাকে নৌকা প্রতীক উপহার দিলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল প্রকাশ্যে নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়ে মোটর সাইকেল প্রতীকের পক্ষে নির্বাচন করে আওয়ামী লীগের বিরুদ্ধাচারণ করেছিল।

তিনি বলেন, আপনারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম বাবুলের কাছে অব্যাহতির কাগজ দেখতে চান, তাহলেই সব পরিষ্কার হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম বাবুল বলেন,  মহান স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করার কারণে তোফায়েল আহমেদকে উপজেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ডোমারের বীর মুক্তিযোদ্ধাদের দীর্ঘদিনের আন্দোলন আজ সফল হয়েছে। দুঃখজনক হলেও সত্য তোফায়েল আহমেদ আওয়ামী লীগে প্রবেশ করে উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান হয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে ডোমারের মানুষকে কোণঠাসা করে ফেলেছিল। আজ মনে হচ্ছে ডোমারবাসী নতুন করে স্বাধীনতা অর্জন করল।

তিনি আরও বলেন, তোফায়েল আহমেদের বাবা, দাদা ও নানার নাম রাজাকারের তালিকায় রয়েছে।

শরিফুল ইসলাম/আরএআর