বলেশ্বর নদীর তীরে পড়ে ছিল নবজাতকের মরদেহ
বরগুনার পাথরঘাটা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (০৩ এপ্রিল) সকালে বলেশ্বর নদীর বিহঙ্গ দ্বীপ সংলগ্ন দুহিতা এলাকা থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, কয়েকজন জেলে সকালে মাছ ধরার জন্য বলেশ্বর নদী হয়ে সাগরের দিকে যাচ্ছিলেন। তারা বিহঙ্গ দ্বীপ সংলগ্ন দুহিতা গ্রামের বলেশ্বর তীরে সন্দেহজনক কিছু একটা দেখতে পান। এরপর কাছে গিয়ে দেখেন এক মেয়ে নবজাতকের লাশ। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ভিড় জমান উৎসুক জনতা। পরে পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
বিজ্ঞাপন
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে মরদেহ থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ ট্রলারে করে মরদেহটি এনে এখানে ফেলে গেছে। যা ভাটায় তীরে আটকে গেছে।
এসপি
বিজ্ঞাপন