চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালুবোঝাই ট্রাক উল্টে এক নারী পথচারী নিহত হয়েছেন। এ সময় আরও এক ব্যক্তি আহত হন। সোমবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার সোনাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ মাসেদা বেগম (২৮) সোনাপুর গ্রামের বুদ্ধু আলীর স্ত্রী। আহত অন্য ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বালুবোঝাই ট্রাকটি পিরোজপুর থেকে বারিক বাজারের দিকে আসছিল। সোনাপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই পথচারী মাসেদা বেগমের মৃত্যু হয়। এর আগে ট্রাকের নিচে আটকে পড়া মাসেদা বেগমকে আধা ঘণ্টার চেষ্টায় উদ্ধার করে স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী রহিম বিশ্বাস ঢাকা পোস্টকে জানান, নিহত নারী ট্রাকের নিচে পড়ে যান। পরে অনেক চেষ্টার পর তাকে ট্রাকের নিচ থেকে উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। এ সময় আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধরী জুবায়ের আহম্মেদ মুঠোফোনে ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মো. জাহাঙ্গীর আলম/এনএ