অস্ত্রের মুখে ধর্ষণের শিকার গৃহবধূ
প্রতীকী ছবি
রংপুরে ঘরে ঢুকে অস্ত্র ঠেকিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানায় মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ভোররাতে রংপুর নগরের সাহেবগঞ্জ সারাঙ্গপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। সন্ধ্যায় ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন হারাগাছ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, সাহেবগঞ্জ সারাঙ্গপুর এলাকার এক দিনমজুরের স্ত্রীকে ৩-৪ দিন ধরে উত্ত্যক্ত করে আসছিল মোরশেদুল (১৭। গত বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে মৃত্যুর খবর পেয়ে পরিবারের লোকজন মৃত আত্মীয়ের বাড়িতে যান। এই সুযোগে বাড়িতে একা পেয়ে ওই গৃহবধূর মুখ বেঁধে মোরশেদুল অস্ত্রের মুখে ধর্ষণ করে।
বৃহস্পতিবার ভোরে স্বামীসহ অন্যরা বাড়িতে ফিরে এসে দরজা খুলতেই ঘটনা দেখে ফেলে। তারা মোরশেদুলকে ধরতে গেলে ধারাল অস্ত্রের ভয় দেখিয়ে সে পালিয়ে যায়।
বিজ্ঞাপন
এদিকে বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে মোরশেদুলের বিরুদ্ধে হারাগাছ থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে মোরশেদুলের পরিবার হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ করছেন নির্যাতিতার স্বামী।
হারাগাছ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম ঢাকা পোস্টকে আরও জানান, নির্যাতিতাকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। গৃহবধূর স্বামী বাদী হয়ে মামলা করেছেন। তবে অভিযুক্ত মোরশেদুলকে ধরতে অভিযান চলছে।
ফরহাদুজ্জামান ফারুক/এমএসআর