রাজবাড়ীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ২
রাজবাড়ীর গোয়ালন্দে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার আরও দুই যাত্রী আহত হয়েছেন। তাদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার (৯ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেন আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন। তবে তাৎক্ষণিক হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি ট্রাক দৌলতদিয়া ফেরিঘাট থেকে গোয়ালন্দ মোড়ের দিকে আসছিল। অন্যদিকে গোয়ালন্দ বাজার থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা দৌলতদিয়া ফেরিঘাট এলাকার যাওয়ার সময় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে এসে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।
বিজ্ঞাপন
এতে অটোরিকশার চালক ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহত দুই যাত্রীকে দ্রুত উদ্ধার করে গোয়ালন্দ স্বাস্থ্য কলমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য একজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে। ট্রাক ও অটোরিকশা পুলিশের হেফাজতে রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মীর সামসুজ্জামান/এনএ