১৩ ঘণ্টা পর সিলেটে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক
ফাইল ছবি
সিলেটে প্রায় ১৩ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে পুরো সিলেট নগর, দক্ষিণ সুরমা এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। এর আগে সকাল ৭টা থেকে এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
গত বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) জানায়, সিলেট ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি বাসে জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ৭ ঘণ্টা সিলেট নগরের সকল এলাকা ও দক্ষিণ সুরমা এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞাপন
তবে শনিবার বিকেলে সিলেটের কুমারগাঁও পাওয়ার গ্রিড কোম্পানির (পিজিসিবি) উপকেন্দ্রে দুর্ঘটনায় এক শ্রমিক আহত হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধই থাকে এসব এলাকায়।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ) খন্দকার মোকাম্মেল হোসেন ঢাকা পোস্টকে জানান, বিকেল ৪টার দিকে উপকেন্দ্রে দুর্ঘটনায় এক শ্রমিক গুরুতর আহত হওয়ার ঘটনায় নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ চালু করা যায়নি। প্রায় ১৩ ঘণ্টা পর এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।
বিজ্ঞাপন
আরএআর