চাঁদপুর জেলা বিএন‌পির সদ‌্য নির্বা‌চিত সভাপ‌তি শেখ ফ‌রিদ আহ‌মেদ মা‌নিক‌কে ২০১৮ সা‌লের নাশকতা মামলায় কারাগা‌রের পাঠিয়েছেন আদালত।

রোববার (১০ এপ্রিল) সকালে চাঁদপুর জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমানের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তাকে কারাগারে পাঠান।

বিষ‌য়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীব‌ী রণজিৎ রায় চৌধুরী ব‌লেন, ২০১৮ সা‌লের ৭ অক্টোবর খা‌লেদা জিয়ার মু‌ক্তির দাবি‌তে বি‌ক্ষোভ চলাকা‌লে শহ‌রের বকুলতলা রো‌ডে রেললাইন উপ‌ড়ে ফে‌লে নাশকতার চেষ্টা ক‌রেন। প‌রে পু‌লিশ বাধা দি‌লে পু‌লি‌শের ওপর জেলা বিএন‌পির বর্তমান সভাপ‌তি মা‌নিকের নেতৃ‌ত্বে বি‌ক্ষোভকারী কক‌টেল বিস্ফোরণ ঘটায়। সে মামমলায় আজ‌ আদাল‌তে জা‌মিন চাইলে শুনা‌নি শেষে নামঞ্জুর ক‌রে কারাগা‌রে পাঠা‌নোর নি‌র্দেশ দেন।

আস‌ামিপ‌ক্ষের আইনজীবী ও‌ জেলা বিএন‌পির সাধারণ সম্পাদক স‌লিম উল্লা সে‌লিম ব‌লেন, জেলা বিএন‌পির সভাপ‌তি ও কেন্দ্রীয় বিএন‌পির প্রবাসী কল‌্যাণবিষয়ক সম্পাদক শেখ ফ‌রিদ আহ‌মেদ মানিক‌কে সম্পূর্ণ মিথ‌্যা মামলায় শেখ হা‌সিনার নি‌র্দেশ জে‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

তিনি আরও বলেন, এ মামলায় সব আসামি জা‌মি‌নে আছেন। আমরা এর প্রতিবাদ জানাই। অবিল‌ম্বে তা‌কে মু‌ক্তি দি‌তে হ‌বে। তা না হ‌লে জেলা বিএন‌পি বৃহত্তর আন্দোল‌নের ঘোষণা দেবে।

শরীফুল ইসলাম/এনএ