হবিগঞ্জের বানিয়াচঙ্গে ভাঙারি ব্যবসা নিয়ে দুপক্ষের সংঘর্ষে মোশাহিদ মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৩০ জন। গুরুতর আহত অবস্থায় দুই জনকে সিলেট ও ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রোববার (১০ মার্চ) দুপুরে ঘটনাটি ঘটেছে। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন।

স্থানীয়রা জানান, বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের দোয়াতপুর গ্রামের সবুর মিয়ার ছেলে মোশাহিদ মিয়ার সঙ্গে একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে কাদির মিয়ার ভাঙারি ব্যবসা নিয়ে দুই দিন আগে ঝগড়া হয়। এর জেরে আজ দুপুরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে মোশাহিদ মিয়া নিহত হন।
 
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বলেন, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হামলাকারীদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে। 

মোহাম্মদ নুর উদ্দিন/আরআই