আটক মাহমুদুল হাসান

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীকে ধর্ষণের অভিযোগে মাহমুদুল হাসান রকি (২৪) নামে এক অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ। রোববার (১০ এপ্রিল) গভীর রাতে সিঅ্যান্ডবি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। 

এর আগে ধর্ষণের শিকার ওই নারী ফকিরহাট মডেল থানায় মাহমুদুল হাসানকে আসামি করে ধর্ষণ মামলা করেন। আটক মাহমুদুল হাসান ফকিরহাট উপজেলার ঘনশ্যামপুর গ্রামের ফজলুর রহমান হাওলাদারের ছেলে। 

ফকিরহাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলিমুজ্জামান বলেন, রোববার (১০ এপ্রিল) রাতে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন দাবি করে ৯৯৯ এ ফোন করেন। ৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি বাগেরহাট সদর থানার ওসি কেএম আজিজুল ইসলামকে জানানো হয়। তার নির্দেশে চুলকাঠি পুলিশ ফাঁড়ির সদস্যরা শ্যামবাগাত এলাকা থেকে অটোরিকশা চালক মাহমুদুল হাসানকে আটক করেন। পরবর্তীতে ওই নারী ও অটোচালককে ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়।

তানজীম আহমেদ/আরএআর