শ্বশুরবাড়িতে নির্যাতিত এক নারীর ফোন পেয়ে ঘটনাস্থলে নিজেই হাজির হয়েছেন পুলিশ সুপার। ঘটনাটি ঘটেছে রোববার (১১ এপ্রিল) বিকেলে নরসিংদী সদর উপজেলার উত্তর বানিয়াছল খালপাড় এলাকায়। 

ভুক্তভোগী ওই নারীর নাম বৃষ্টি আক্তার (২০)।  তিনি সদর উপজেলার খালপাড় এলাকার সাগর মিয়ার স্ত্রী। সাগর ব্যাটারিচালিত অটোরিকশা চালক।

অন্যদিকে, ঘটনাস্থলে ছুটে যাওয়া পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। তিনি নরসিংদীতে কর্মরত। 

পুলিশ জানায়, বৃষ্টি আক্তার নামে ভুক্তভোগী ওই নারীর সঙ্গে তার স্বামী সাগর মিয়া ও শ্বশুর বাড়ির লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল। মাঝে মধ্যেই শাশুড়ি ও নানি শাশুড়ি মিলে তাকে মানসিক নির্যাতন করত। গতকাল (সোমবার) বিকেলে শ্বশুর বাড়ির লোকদের সঙ্গে বাকবিতন্ডার এক পর্যায়ে বৃষ্টি আক্তার নরসিংদী পুলিশ সুপারের মুঠোফোনে মেসেজ করে বিষয়টি অবহিত করেন। বিষয়টি জেনে পুলিশ সুপার নিজেই টিম নিয়ে ঘটনাস্থলে হাজির হন। 

নরসিংদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির জানান, এই ঘটনায় স্বামী সাগর মিয়ার বিরুদ্ধে যৌতুক আইনে কোর্টে মামলা হয়েছে ইতোমধ্যে। 

নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম জানান, ভুক্তভোগী ওই নারী আমাকে মুঠোফোনে প্রথমে মেসেজ দেন। পরে তাকে আমি ফোন করে বিস্তারিত ঠিকানা নিয়ে ঘটনাস্থলে নিজেই উপস্থিত হই এবং এ বিষয়ে ব্যাবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিই। 

রাকিবুল ইসলাম/আরআই