ফরিদপুরে স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে বন্ধু রানা শেখের (৩৬) মুখমণ্ডল কেমিক্যাল দিয়ে ঝলসে দেওয়ার ঘটনার সঙ্গে জড়িত সাইফুল ইসলাম রিপন ওরফে টাকি রিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের ঈশান গোপালপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামাল পাশা।

লিখিত বক্তেব্যে জামাল পাশা বলেন, গত ২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রানাকে ডেকে নিয়ে শহরের গুহলক্ষ্মীপুর মহল্লার দ্বারিকানাথ হিন্দু ছাত্রাবাসের কাছে নিয়ে যান তার বন্ধু রিপন। এ সময় পূর্বপরিকল্পিতভাবে সাইফুল ইসলাম রিপন ও তার সাথে থাকা আরও ৫/৬ জন রানার দুই চোখ ভ্রমর দিযে খুচিয়ে জখম করে পরে তার দুই চোখে এসিড নিক্ষেপ করে।’

অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা বলেন, রিপন ও রানা মাদক মামলার আসামি হিসেবে একই সঙ্গে ফরিদপুর কারাগারে ছিলেন। রানা আগে কারাগার থেকে বের হন। এ সময়ে রিপনের  স্ত্রীর সঙ্গে রানার পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। রিপন জেল থেকে বের হওয়ার পর পরকীয়ার বিষয়টি জানতে পারেন। এর সূত্র ধরেই এ ঘটনা ঘটেছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রিপনের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় ২০০২ সালের অ্যাসিড আপরাধ, অস্ত্র, মাদক, চুরি, দস্যুতাসহ মোট নয়টি মামলা বিচারাধীন রয়েছে।

ফরিদপুর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাতে রিপনকে ঈশান গোপালপুর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে রিপন ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

প্রসঙ্গত, কেমিক্যালে দগ্ধ  রানা শেখ শহরের মধ্য আলীপুর এলাকার আব্দুর রবের ছেলে। রানা এলাকায় ‘টোকাই রানা’ হিসেবে পরিচিত। অপরদিকে রিপন গুহলক্ষ্মীপুর মহল্লার বাসিন্দা মৃত আব্দুল শেখের ছেলে। এলাকায় তিনি ‘টাকি রিপন’ নামে পরিচিত।

জহির হোসেন/আরএআর