৬০ গ্রাম হেরোইন পাচারের দায়ে যুবকের আমৃত্যু কারাদণ্ড
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৬০ গ্রাম হিরোইন পাচারের দায়ে সাজু মিয়া (৩৫) নামে এক যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। তবে এ মামলা থেকে সিরাজুল ইসলাম নামে এক আসামি খালাস পেয়েছেন।
বুধবার (১৩ এপ্রিল) দুপুরে গাইবান্ধার সিনিয়র জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
দণ্ডপ্রাপ্ত সাজু মিয়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বুজরুক বোয়ালিয়া গ্রামের মৃত আব্দুস সাত্তার মিয়ার ছেলে।
মামলার এজাহারে বলা হয়, ২০১৮ সালের ২৫ নভেম্বর পুলিশ জানতে পারে গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের কুন্দখালাশপুর কালিতলা সড়কে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় চলছে। পরে সেখানে পুলিশ অভিযান চালালে পালিয়ে যাওয়ার সময় মাদকসহ সাজু মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৬০ গ্রাম হেরোইন ও ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সাজু মিয়াকে প্রধান করে পুলিশ বাদী হয়ে দুইজনকে আসামি করে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
বিজ্ঞাপন
রাষ্টপক্ষের আইনজীবী আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফারুক আহম্মেদ প্রিন্স জানান, দীর্ঘ শুনানি শেষে আসামির অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ৬০ গ্রাম হেরোইন পাচারের দায়ে আমৃত্যু কারাদণ্ড এবং ১০৫ পিস ইয়াবা পাচারের দায়ে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন আদালত।
রিপন আকন্দ/আরএআর