ফরিদপুরে ফসলি জমির মাটি ব্যবহার করায় ২ ইটভাটাকে জরিমানা
ফরিদপুরের মধুখালী উপজেলায় দুই ইটভাটাকে ফসলি জমির মাটি কেটে ইট প্রস্তুত করা এবং কাঠ দিয়ে ইট পোড়ানোর দায়ে আশি হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার কামারখালী ইউনিয়নের চরপুখুরিয়া এলাকার এইচ আর ব্রিকস্ ও একই ইউনিয়নের চরবানিয়াডাঙ্গা গ্রামে মেসার্স রাজিয়া ব্রিকস্ (এম আর বি) এ অভিযান চালনো হয়।
বিজ্ঞাপন
জেলা পরিবেশ অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মধুখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামীম আরা।
আদালত মেসার্স রাজিয়া ব্রিকস্ (এম আর বি) এর মালিক মো. আশিকুজ্জামানকে ৫০ হাজার এবং এইচ আর ব্রিকস্ এর মালিক মো. আখতারুজ্জামানকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
বিজ্ঞাপন
পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মিতা রানী দাস জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৯ লঙ্ঘনের দায়ে ওই ইট ভাটা দুটিকে এ জরিমানা করা হয়।
জরিমানার পাশাপাশি অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার এবং ইট প্রস্তুতে অবৈধভাবে মাটি ও কাঠের ব্যবহার না করার জন্য নির্দেশ দেওয়া হয়।
জহির হোসেন/আরআই