বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বরগুনা জেলা শাখার ৫ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্র। শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাহবুবুল আলম ফারুক মোল্লাকে আহ্বায়ক এবং তারিকুজ্জামান টিটুকে সদস্য সচিব করে বিএনপি বরগুনা জেলা শাখার ৫ সদস্য বিশিষ্ট আংশিক কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
কমিটির অন্য সদস্যরা হলেন; যুগ্ম আহ্বায়ক এ জেড এম সালেহ ফারুক, অ্যাডভোকেট নুরুল আমিন, তালিমুল ইসলাম পলাশ।
এ কমিটির সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা তরিকুজ্জামান টিটু বলেন, কেন্দ্র অনুমোদিত ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিএনপির সকল ইউনিট ঢেলে সাজানোর লক্ষ্যে এ কমিটি দিয়েছে কেন্দ্র। এ কমিটির কাজ হচ্ছে জেলার পৌর, ইউনিয়ন ও উপজেলার ১০ টি ইউনিটে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা। এরপর সব ইউনিটকে নিয়ে সমাবেশ করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। আমরা নিষ্ঠার সঙ্গে আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে অঙ্গীকারবদ্ধ।
বিজ্ঞাপন
কমিটির আহ্বায়ক জেলা বিএনপির সাবেক সভাপতি ফারুক হোসেন মোল্লা বলেন, দলের চেয়ারপারসনের নির্দেশে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটি ঘোষণা করেন। কমিটির নেতৃত্বেই সামনের সমাবেশ অনুষ্ঠিত হবে। সকল নেতাকর্মীদের আন্দোলনমুখী করতে সকল ইউনিটকে নতুনভাবে সাজানো হবে।
খান নাঈম/এসকেডি