জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার খামার কেশবপুর এলাকা থেকে ফেনসিডিলসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৮ এপ্রিল) সকালে তাদের আটকের পর দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
 
আটকরা হলেন- আক্কেলপুর উপজেলার খামার কেশবপুর গ্রামের মোতালেব হোসেন (৩২), তার বাবা মোজাম্মেল হক মোজাম (৬২), মা মোসলেমা বিবি (৫০), ফুফু আনোয়ারা বেওয়া আনু (৪০) ও পাঁচবিবি উপজেলার ধরঞ্জী সালুয়া গ্রামের মৃত কামাল উদ্দীনের ছেলে নাজির হোসাইন (৩৩)।

ওসি সাইদুর রহমান বলেন, খামার কেশবপুর গ্রামের মোতালেবের বাড়িতে নাজির ফেনসিডিল নিয়ে এসেছে এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ওই বাড়ি থেকে ৩৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং পাঁচজনকে আটক করা হয়। এদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলে, নাজির সীমান্ত থেকে মোতালেবদের বাড়িতে ফেনসিডিল নিয়ে আসত, আর তারা এসব মাদক অন্যত্র সরবরাহ করত। আটকের পর দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চম্পক কুমার/আরআই