বাগেরহাটের রামপালে জমি সংক্রান্ত বিরোধেরর জেরে বাবা-ছেলের হামলায় দিদারুল আলম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২০ এপ্রিল) তারাবির নামাজের পর উপজেলার কুমলাই গ্রামে এ ঘটনা ঘটে।

দিদারুল আলম কুমলাই গ্রামের ইউনুস মল্লিকের ছেলে।

স্থানীয় শিক্ষক আবু সাইদ বলেন, দুই পরিবারের মধ্যে দীর্ঘ দিন ধরে জমি-জমা ও লেনদেন সংক্রান্ত ঝামেলা ছিল। এর আগেও তাদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। আজ তারাবির নামাজের পরে হঠাৎ আব্দুল সাত্তার মল্লিক ও তার ছেলে আবু বক্কর মল্লিক দিদারুলের ওপর হামলা করে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আ. সাত্তার মল্লিক ও তার ছেলে আবু বক্কর মল্লিক দিদারুল আলমের ওপর হামলা করে। এতে তিনি মারা যান। রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার শরীরে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি আরও বলেন, আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আমরা হামলাকারী আ. সাত্তারকে গ্রেপ্তার করেছি। তার ছেলেকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।

তানজীম আহমেদ/এসপি