সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় ডেঞ্জার গেম মাস্টারের প্রাণহানি
সিলেটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে সিলেট-এয়ারপোর্ট সড়কের খাসদবির পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত রফিকুল ইসলাম সিলেট সদরের এয়ারপোর্ট থানাধীন পীরেরগাঁও এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে। তিনি এয়ারপোর্ট এলাকার একটি পার্কে ইনডোরে মোটরসাইকেলের ডেঞ্জার গেম খেলা দেখাতেন।
দুর্ঘটনায় আহত দুজন হলেন দুর্ঘটনায় আহত হয়েছেন রাব্বি (২০) ও নাঈম (১৭)।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রফিকুল ইসলাম মারা যান। দুর্ঘটনায় আহত রাব্বি নগরের শাহী ঈদগাহ অনামিকা ৫২ নং বাসার বাচ্চু মিয়ার ছেলে এবং নাঈম একই এলাকার নজরুল ইসলামের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, আহত দুজনের মধ্যে নাঈমের অবস্থা গুরুতর। তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
মাসুদ আহমদ রনি/এনএ