ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলা করেছেন নাজির ভূঁইয়া নামে এক যুবক। রোববার (২৪ এপ্রিল) দুপুরে বাঁশ হাতে হেলমেট পরে হামলা চালান তিনি। নাজির ওই ইউনিয়নের পশ্চিম ঘাটিয়ারা গ্রামের মৃত নান্নু ভূঁইয়ার ছেলে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

পুলিশ ও ইউনিয়ন পরিষদ কার্যালয় সূত্রে জানা যায়, নাজির ভূইয়া ও গিয়াস উদ্দিন নামে দুই যুবক লেবাননে ছিলেন। বিদেশে থাকা অবস্থায় গিয়াস উদ্দিনের কাছ থেকে টাকা নেন নাজির। গত এক সপ্তাহ আগে বাসুদেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম মোল্লাসহ এলাকার গণ্যমান্য লোকজন সালিসের মাধ্যমে রায় দেন যে, নজিরকে দুই লাখ টাকা দিয়ে দেবেন গিয়াস। এরই মধ্যে গিয়াস এক লাখ ৪০ হাজার টাকা চেয়ারম্যানের কাছে জমা দেন। বাকি টাকা আগামীকাল সোমবার (২৫ এপ্রিল) দেওয়ার কথা। 

রোববার দুপুর পৌনে ১২টার দিকে নাজির হাতে বাঁশ নিয়ে টাকার জন্য ইউপি ভবনে হামলা করেন। প্রথমে চেয়ারম্যানের কক্ষে ঢুকে টেবিল ভাঙচুর করেন তিনি। পরে সচিবের কক্ষে ঢুকেও টেবিল এবং উদ্যোক্তার কক্ষে ঢুকে দুটি কম্পিউটার ভাঙচুর করেন। তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বাসুদেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম মোল্লা বলেন, পুরো টাকা পেয়ে সোমবার নাজিরকে দেওয়ার কথা ছিল। কেন সে এটা করল সেটি বোধগম্য হচ্ছে না।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, ভাঙচুরের ঘটনায় ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ মামলা করবে। 

আজিজুল সঞ্চয়/আরএআর