নরসিংদীর মাধবদীতে একটি পাইকারি কাপড়ের দোকান থেকে বলরাম চন্দ্র সাহা (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ এপ্রিল) বিকেলে মাধবদীর গরুরহাট সংলগ্ন মেসার্স রাসেল টেক্সটাইল নামে একটি দোকান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

নিহত বলরাম চন্দ্র সাহা নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী এলাকার বাসিন্দা। তিনি মাধবদীতে একটি ভাড়া বাসায় থেকে ওই দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। 

মেসার্স রাসেল টেক্সটাইলের মালিক ওসমান গনি ভুঁইয়া বলেন, এক মাস আগে বলরাম চন্দ্র আমার দোকানে চাকরি নেন। তখন থেকে তিনি দোকানে একাই ঘুমাতেন। বৃহস্পতিবার রাতেও তিনি স্বাভাবিকভাবে দোকানদারি করেছেন। শুক্রবার দুপুরে দোকান খুলতে গিয়ে দোকানের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় বলরামের মরদেহ দেখতে পাই। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 
 
বলরামের বড় ভাই প্রশান্ত সাহা বলেন, আমার ভাই মাধবদী পৌর শহরের কাশিপুর এলাকায় নারায়ণ দাসের বাড়িতে ভাড়া থেকে কাজ করত। তার স্ত্রী তাদের আট বছর বয়সী একমাত্র ছেলেকে নিয়ে তার বাবার বাড়ি রূপগঞ্জের কাঞ্চনে থাকে।  স্ত্রী-সন্তান দূরে থাকা নিয়ে সে হতাশায় ভুগছিল। সেই হতাশা থেকে বলরাম এই কাজ করেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। 

মাধবদী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ জানান, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

রাকিবুল ইসলাম/আরএআর