জয়পুরহাটের সদরে পৃথক দুই ঘটনায় দুজন কলেজছাত্রসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) বিকেলে বিদ্যুৎস্পৃষ্টে একজন এবং রাতে সড়ক দুর্ঘটনায় দুজন কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট থানার পরিদর্শক (তদন্ত) গোলাম সারওয়ার।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে ঝড়ের পরে শনিবার বিকেলে ঘরের টিন বাঁধতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন তসলিম উদ্দীন ফকির (৭০) নামের এক বৃদ্ধ। এতে তিনি বিদ্যুতায়িত হয়ে মারা যান।

অন্যদিকে শনিবার রাতে জয়পুরহাটের পুরানাপৈল বামনপুর এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক শিমুল নিহত হয়।

অপর আহত দুই আরোহী লিটন ও শান্তকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করলে তাদের অবস্থার অবনতি হয়। পরে তাদের বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শান্ত মারা যান।

নিহত শিমুল হোসেন (১৭) পাঁচুরচক এলাকার কুদ্দুস ফকির-শামীমা দম্পতির ছেলে। সে রাজশাহী পলেটেকনিক কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল এবং শান্ত (১৭) শহরের আরাম নগর এতিমখানা এলাকার ছমির উদ্দিনের ছেলে। সে মহিপুর হাজী মহসিন কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

চম্পক কুমার/এনএ