ভোলায় কাফনের কাপড় পরে প্রতীক নিতে যাওয়া সেই চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। রোববার (১ মে) দুপুরে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের বরানগঞ্জ বাজারে মানববন্ধন শেষে এ বিক্ষোভ মিছিল করা হয়।

চেয়ারম্যান আলাউদ্দিন সর্দারের বিরুদ্ধে অভিযোগ, তিনি জেলেদের ভিজিএফ ও দশ টাকা কেজির চাল আত্মসাতসহ নানান অনিয়ম করে যাচ্ছেন।

মানববন্ধনে স্থানীয় জেলে ও উপকারভোগীরা জানায়, নবনির্বাচিত আলাউদ্দিন সর্দার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই নিবন্ধিত জেলেদের জন্য সরকারের পুর্নবাসনের ভিজিএফ এর চাল না দিয়ে তার পছন্দমতো জেলেদের মাঝে চাল বিতরণ করেন। এছাড়াও সরকারের দশ টাকা কেজি দরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতসহ নানা অভিযোগ করেন এলাকাবাসী। এসময় তারা চেয়ারম্যানের বিচার দাবি করেন। একই সঙ্গে তার অপসারণের জন্য প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।

অভিযোগ ভিত্তিহীন বলে চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার বলেন, একটি কুচক্রি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি নির্বাচিত হওয়ার পরে ইউনিয়নের যেসব লোক জেলে কাজের বাইরে রয়েছে কিন্তু জেলে কার্ডের সুযোগ সুবিধা নিচ্ছে তাদের তালিকা করে চাল দেওয়া বন্ধ করে দিয়েছি। এবং যারা প্রকৃত জেলে তাদের মাঝে এ চাউল বিতরণ করেছি। এটাই আমার অপরাধ।

প্রসঙ্গত, গত ৭ ডিসেম্বর চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দের দিন নির্বাচন থেকে সরে যেতে প্রতিপক্ষের হুমকি উপেক্ষা করে কাফনের কাপড় পরে প্রতীক আনতে যান পক্ষিয়া ইউনিয়নের নব-নির্বাচীত চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার। 

ইমতিয়াজুর রহমান/এমএএস