রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১ জেলার যাত্রী ও যানবাহনের যাতায়াতের অন্যতম মাধ্যম পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ। স্বাভাবিক সময়ে এই নৌপথে উভয় ঘাট দিয়ে গড়ে প্রতিদিন তিন থেকে চার হাজার যানবাহন পরাপার হয়ে থাকে। তবে আসন্ন ঈদকে সামনে রেখে ঘুরমুখো যাত্রী ও যানবাহনের পারপারে সংখ্যা অনেক বড়েছে। 

গত ২৯ এপ্রিল থেকে আজ ১ মে দুপুর ২টা পর্যন্ত ৬২ ঘণ্টায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পারপার হয়েছে ২৮ হাজার ২০০ যানবাহন।

রোববার (১ মে) দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কর্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) বাণিজ্য শাহ মো. খালেদ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

ফেরিঘাট সূত্রে জানা গেছে, এবারের ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহন পারপারে কর্তৃপক্ষ আগে থেকেই সব ধরনের প্রস্তুতি গ্রহণ করায় তেমন ভোগান্তি ছাড়াই ফেরিঘাট পার হতে পারছে। গত ২৯ এপ্রিল পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের উভয় ঘাট মিলে ১২ হাজার ৬০০, ৩০ এপ্রিল ১১ হাজার ২০০ এবং আজকে (১ মে) ভোর ৬ থেকে দুপুর ২ পর্যন্ত ৪ হাজার ৪০০ যানবাহন মিলে মোট ২৮ হাজার ২০০ যানবাহন পারাপার হয়েছে। 

উভয় ঘাট মিলে পারাপার হওয়া যানবাহনগুলোর মধ্যে পাটুরিয়া দিয়ে পার হয়েছে দুই তৃতীয়াংশ। তবে আজকে ভোর ৬ থেকে দুপুর ২টা পর্যন্ত ৪ হাজার ৪০০ যান পাটুরিয়া ঘাট দিয়ে পার হয়েছে। ঘাট পারাপার হওয়া এসব যানবাহনগুলো হলো, পরিবহন বাস, ব্যক্তিগত ছোট গাড়ি, পণ্যবাহী ট্রাক এবং মোটরসাইকেল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) বাণিজ্য শাহ মো. খালেদ নেওয়াজ মুঠোফোনে ঢাকা পোস্টকে বলেন, ঈদযাত্রায় এ পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের উভয়ঘাট মিলে ২৮ হাজার ২০০ যানবাহন পারাপার হয়েছে। নৌপথে ছোটবড় মিলে ২১টি ফেরি চলাচল করছে। পর্যাপ্ত ফেরি থাকায় এবারের ঈদযাত্রায় যাত্রী ও যানবাহন চালকরা ভোগান্তি ছাড়াই নৌপথ পারপার হচ্ছে। পারাপার হওয়া এসব যানবাহনের তিনভাগের দুইভাগই পার হয়ে পাটুরিয়া ফেরিঘাট দিয়ে।

পাটুরিয়ায় লোকাল যাত্রীদের পারাপারের জন্য নৌপথে ২০টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করছে বলে জানিয়েছে লঞ্চঘাটের সুপার ভাইজার পান্না নন্দি লাল।

সোহেল হোসেন/এমএএস