বরিশালে দুই দিন পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগমীকাল সোমবার (২ মে) কয়েকটি তরিকার অনুসারীরা ঈদুল ফিতর উদযাপন করবেন। অন্যদিকে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারীরা মঙ্গলবার (৩ মে) ঈদুল ফিতর উদযাপন করবেন। 

এর মধ্যে চট্টগ্রামের চন্দনাইশ শাহ-সুফি দরবার শরীফ, সাতকানিয়া মির্জাখালী দরবার শরীফ এবং আহমাদিয়া জামাতের (কাদেরিয়া তরিকার) অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে সোমবার (২ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপন করবেন। তাদের ঈদের প্রধান জামাত বরিশাল সিটি করপোরেশনের ২৩ নং ওয়ার্ডের টিয়াখালী এলাকার হাজি বাড়ি জামে মসজিদে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। হাজি বাড়ি জামে মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য নাসির উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আমরা প্রতিবছরই সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা পালন এবং ঈদ উদযাপন করি। বিগত দুই বছর করোনার প্রভাবে বড় আয়োজন করা না গেলেও এ বছর বড় পরিসরেই আয়োজন করা হয়েছে।

মূলত সিটি করপোরেশনের ২৩ নং ওয়ার্ডের তাজকাঠি, জিয়া সড়ক, টিয়াখালী, সিকদার বাড়ি, বাবুগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের ২০টি গ্রামসহ হিজলা, মেহেন্দিগঞ্জ, মুলাদী ও বাকেরগঞ্জ উপজেলার কয়েক হাজার মানুষ ঈদুল ফিতর সৌদি আরবের সঙ্গে মিল রেখে উদযাপন করেন।

অন্যদিকে মঙ্গলবার (৩ এপ্রিল) বরিশালের বান্দ রোডস্থ কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এছাড়া কিছু কিছু মসজিদে দুটি করে জামাত অনুষ্ঠিত হবে।  

বিষয়টি নিশ্চিত করেছেন জামে এবাদুল্লাহ মসজিদের খতিব মাওলানা নূরুর রহমান বেগ। তিনি জানান, কয়েকটি মসজিদের ঈদগাহ মাঠে দুটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে কেন্দ্রীয় জামে কশাই মসজিদে সকাল সাড়ে ৮টায় প্রথম জামাত ও দ্বিতীয় জামাত ১০টায়, জামে এবাদুল্লাহ মসজিদে সকাল সাড়ে ৮টায় প্রথম জামাত ও দ্বিতীয় জামাত ১০টায়, বায়তুল মোকাররম মসজিদে প্রথম জামাত সকাল ৯টায় ও দ্বিতীয় জামাত সকাল ১০টায় এবং পুলিশ লাইন্স মাঠে প্রথম জামাত সকাল সাড়ে ৮টায় ও দ্বিতীয় জামাত সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।

অন্যদিকে গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। লোকসংখ্যার দিকে থেকে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে চরমোনাই দরবার শরীফের মাদ্রাসা মাঠে। সেখানে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে মাদ্রাসা কমিটি জানিয়েছে। 

সৈয়দ মেহেদী হাসান/আরএআর