কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মিঠামইন উপজেলার সাবেক চেয়ারম্যান ও প্রাক্তন স্পেশাল পিপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম শাহজাহান (৭৭) আর নেই।

রোববার (১ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় নেয়ার পথে সোমবার ভোর ৪টা ২০ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহ আজিজুল হক তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ৬ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।

জেলা আওয়ামী লীগ ও পরিবার সূত্রে জানা গেছে, বাদ জোহর কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক শহীদি মসজিদদ প্রাঙ্গনে প্রথম ও বাদ আসর মিঠামইনে শেষ জানাজা শেষে তাকে মৈশাকান্দি গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্তানে দাফন করা হবে।

তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

এসকে রাসেল/এমএএস