মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার সিদ্ধেশ্বরী বাজারের দুই মুদি দোকানির গোডাউন থেকে প্রায় ৯ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরে প্রায় ৭ ঘণ্টা দাঁড়িয়ে থেকে সাড়ে ৫ হাজার লিটার তেল বোতলের গায়ে লেখা মূল্যে বিক্রি করতে বাধ্য করেন অধিদপ্তরের কর্মকর্তারা। এসময় অভিযুক্ত দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ওই বাজারের ২টি প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ সয়াবিন তৈল মজুদ রয়েছে এমন খবরের ভিত্তিতে সোমবার (২ মে) সকাল ৯টার দিকে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জানা গেছে, সিদ্ধেশ্বরী বাজারের মায়ের দোয়া নামে দোকানের মালিক তাইজুল ইসলাম ৫৪৮৭ লিটার সয়াবিন তেল মজুদ করে ‘পর্যাপ্ত তেল নেই’ বলে সাধারণ ক্রেতাদের কাছে বেশি দামে বিক্রি করছিলেন। অনেক ক্রেতাকে তিনি ফিরিয়ে দিচ্ছিলেন।

একই বাজারের মা-বাবার দোয়া প্রতিষ্ঠানের মালিক নজরুল ইসলামও তার গুদামে ৩৫২০ লিটার সয়াবিন তেল মজুদ করে রেখে ‘তেল নেই’ বলে ক্রেতাদের ফিরিয়ে দিচ্ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে গেলে ওই বাজারে তেল কিনতে মানুষের ভিড় জমে যায়। অধিদপ্তরের লোকজন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোড়কের গায়ে লিখিত মূল্যে তেল বিক্রি করতে ওই দুই মালিককে বাধ্য করে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন টঙ্গিবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি শহিদুল ইসলাম সোহাগ। তিনি ওই দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করেছেন।

এ ব্যাপারে সহকারী কমিশনার শহিদুল ইসলাম সোহাগ ঢাকা পোস্টকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, ওই বাজারের দুটি প্রতিষ্ঠান বিপুল পরিমাণ তেল মজুদ করে বাড়তি দামে বিক্রি করছে। তাদের গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তেল উদ্ধার করি।

এ সময় আরো উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী থানা পুলিশের অফিসার ইনচার্জ মোল্লা ‌সাহেব আলী, টঙ্গীবাড়ী উপজেলা স্যানিটেশন অফিসার আনারুল ইসলাম, ক্যাবের সাধারণ সম্পাদক বাক্কার মাঝি প্রমুখ।

ব.ম শামীম/এমএএস/জেএস