ঈদের ছুটি শেষে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুট হয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ। ফলে মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার ঘাটে শনিবার (৭ মে) সকাল থেকেই রয়েছে যাত্রীদের প্রচণ্ড চাপ। 

ঘাট সূত্রে জানা যায়, বাংলাবাজার ফেরিঘাটে লঞ্চ ও স্পিডবোটে ছিল উপচেপড়া ভিড়। প্রতিটি ফেরি শুধু যাত্রী ও মোটরসাইকেল নিয়ে পারাপার হচ্ছে। ঘাট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

এ নৌরুটে যাত্রীর চাপ মোকাবিলায় রয়েছে ৮৭টি লঞ্চ ও শতাধিক স্পিডবোট। এ ছাড়া ঈদের সময় মোট ১০টি ফেরি নৌরুটে যানবাহন পারাপার করলেও শুক্রবার সকাল থেকে ৫টি ফেরি চলাচল করছে। এ ছাড়া মাঝিকান্দিতে চলাচল করছে ৫টি ফেরি।

পরিস্থিতি সামাল দিতে ২৪ ঘণ্টা-ই ফেরি চলাচল করছে বলে বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ঈদের ছুটি শেষ হওয়ায় বাংলাবাজার ঘাটে ঢাকামুখী যাত্রীদের ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। ভিড় বেশি থাকলেও যাত্রীরা নির্বিঘ্নে পারাপার হতে পারছেন।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ম্যানেজার সালাউদ্দিন আহম্মেদ বলেন, ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে।

নাজমুল মোড়ল/আরআই