কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনকে সামনে রেখে বিশেষ অভিযান শুরু করেছে কুমিল্লা জেলা পুলিশ। কয়েকদিন পরপরই চলছে মহড়া। এসব অভিযানে চিহ্নিত সন্ত্রাসী ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করছে পুলিশ।

শুক্রবার (৬ মে) রাত ২টায় দেশীয় অস্ত্রসহ পৃথক ২৩ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। নগরীর ঠাকুরপাড়া নোনাবাদ কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সুইসগিয়ার, চাপাতি, ছেনি ও ছুরি উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন নগরীর ঠাকুরপাড়া নোনাবাদ কলোনির কেরামত আলীর ছেলে মো. সেলিম (৩৫) ও নগরীর গোবিন্দপুর এলাকার বাহার মিয়ার ছেলে আজহার উদ্দিন দ্বীপ খান (২৭)।

কুমিল্লা কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, আসন্ন সিটি নির্বাচন সুষ্ঠু করার লক্ষে পুলিশ সুপারের নির্দেশে একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে। গত রাতে কোতোয়ালী মডেল থানা অভিযান চালিয়ে দুজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে। 

তিনি আরও জানান, অস্র, খুন, মাদক এবং ছিনতাইসহ দীপের বিরুদ্ধে অন্তত ১৫টি মামলা রয়েছে। এ ছাড়া সেলিমের বিরুদ্ধে রয়েছে ৮টি মামলা। সন্ত্রাসীদের তালিকা করা হচ্ছে এবং বিশেষ এই অভিযান চলমান থাকবে।

অমিত মজুমদার/আরআই