জরিমানা গুনেও অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকার পথে লঞ্চ
অতিরিক্ত যাত্রী বহন করার দায়ে চারটি লঞ্চকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৭ মে) সন্ধ্যায় বরিশাল নদীবন্দরে অভিযান চালিয়ে লঞ্চগুলোকে জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নদীবন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান।
বিজ্ঞাপন
তিনি বলেন, বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাত্রী নিয়ে শনিবার সন্ধ্যায় ভায়াসহ মোট ১৯টি লঞ্চ ছেড়ে গেছে। প্রতিটি লঞ্চেই যাত্রীদের চাপে কিছুটা অতিরিক্ত যাত্রী ছিল। এর মধ্যে চারটি লঞ্চ ধারণক্ষমতার চেয়ে অস্বাভাবিক বেশি যাত্রী নেওয়ায় তাদের আলাদা অর্থদণ্ড করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
এর মধ্যে এমভি কীর্তনখোলা-২ লঞ্চকে এক লাখ টাকা, সুন্দরবন-১১ লঞ্চকে ১০ হাজার টাকা, কুয়াকাটা-২ লঞ্চকে ১০ হাজার টাকা এবং পারাবত-৯ লঞ্চকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
মূলত রোববার সরকারি অফিস খোলা এবং শনিবার সরকারি ছুটির শেষ দিন হওয়ায় বরিশাল নদীবন্দরে অতিরিক্ত যাত্রীর চাপ বেড়ে যায়।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, অনেক যাত্রী যেতে পারেনি। তাদের জন্য আরেকটি লঞ্চের ব্যবস্থা করার চেষ্টা চলছে। রোববারও কিছুটা যাত্রী চাপ থাকবে। তবে যাত্রীদের নিরাপত্তায় আমরা সাধ্যমতো চেষ্টা করছি যেন তারা ভোগান্তি ছাড়া গন্তব্যে যেতে পারে।
এদিকে জরিমানা দেওয়ার পরও লঞ্চগুলো অতিরিক্ত যাত্রী নিয়ে পন্টুন ত্যাগ করতে দেখা গেছে।
সৈয়দ মেহেদী হাসান/এনএ