কুমিল্লায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ৯ ঘণ্টা পর ৩ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (৯ মে) দুপুর ১টা ১৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে জংশনের সহকারী প্রকৌশলী লেয়াকত আলী মজুমদার।

তিনি জানান, লাইন মেরামতকাজ শেষ করে উদ্ধারকারী ট্রেন লাকসাম ও আখাউড়া রেলওয়ে জংশনে পৌঁছেছে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম, কুমিল্লা-সিলেট, ঢাকা-নোয়াখালী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে রোববার (৯ মে) দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকামুখী মালবাহী ট্রেন বুড়িচং রাজাপুর স্টেশন এলাকায় এলে তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ৯ ঘণ্টা বন্ধ থাকার পর আজ দুপুরে আবার চালু হয়।

সহকারী প্রকৌশলী জানান, রেলওয়ের একাধিক টিম লাইন মেরামতের কাজ করেছে। বগিগুলো উল্টে লাইন বাঁকা হয়ে যায়। ফলে মেরামতে সময় লেগেছে। স্বাভাবিক হওয়ার পর কুমিল্লার ব্রাহ্মণপাড়া শশীদল রেলস্টেশন থেকে তূর্ণা এক্সপ্রেস ট্রেন চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে।

অমিত মজুমদার/এনএ