পিরোজপুরে শুরু হয়েছে বৃষ্টি, প্রস্তুত ২৫২ শেল্টার
ঘূর্ণিঝড় অশনির প্রভাব পড়তে শুরু করেছে উপকূলীয় জেলা পিরোজপুরে। সোমবার (৯ মে) বেলা ১১টা থেকে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।
এদিকে ঘূর্ণিঝড় অশনি মোকাবিলায় পিরোজপুরের সদর, ইন্দুরকানী, মঠবাড়িয়া, ভান্ডারিয়া, কাউখালী, নাজিরপুর, নেছারাবাদ উপজেলায় প্রস্তুত রাখা হয়েছে ২৫২টি সাইক্লোন শেল্টার এবং ৬৯টি মেডিকেল টিমকে প্রস্তুত রাখা হয়েছে।
বিজ্ঞাপন
এর মধ্যে পিরোজপুর সদরে ১৪, নাজিরপুরে ৩৪, নেছারাবাদে ২৮, ভান্ডারিয়ায় ৫২, কাউখালিতে ২৭, ইন্দুরকানিতে ১৯ ও মঠবাড়ীয়ায় ৭৮টি সাইক্লোন শেল্টার রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ঘূর্ণিঝড় অশনির প্রভাবে রাতের আবহাওয়ায় গুমোট ভাব থাকলেও সকাল থেকে পড়ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। জেলার প্রধান নদী বলেশ্বর, কচা ও সন্ধ্যা নদীতে বাড়তে শুরু করেছে পানি। তবে স্থানীয় জনগণের মাঝে এখনো উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়নি অশনি।
বিজ্ঞাপন
পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের ডাকা এক জরুরি সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানিয়েছেন, পরিস্থিতির আরও অবনতি হলে জনগণকে সতর্ক করার জন্য মাইকিং করা হবে। জরুরি পরিস্থিতিতে আশ্রয়ের জন্য জেলায় ৭টি উপজেলায় মোট ২৫২টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। ৪২৫ প্যাকেট শুকনা খাবার প্রস্তুত রাখা হয়েছে। সেবা প্রদানের জন্য জেলায় রেড ক্রিসেন্টের মোট দেড় হাজার সদস্য প্রস্তুত রয়েছেন।
এ ছাড়া অতীব জরুরি পরিস্থিতিতে সেবা প্রদানের জন্য প্রতিটি উপজেলায় ১টি করে মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।
মো. আবীর হাসান/এনএ