গাইবান্ধার একটি হাসপাতালে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা আনসার সদস্য মানুষকে করোনা টিকা পুশ করছেন, এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনার সত্যতা যাচাইয়ে ইতোমধ্যে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৯ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন সিভিল সার্জন ড. আ ম আখতারুজ্জামান।

সিভিল সার্জন জানান, কমিটিতে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মনিরা ইয়াসমিনকে প্রধান করে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ টিকা ক্যাম্পে শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত মহিলা আনসার সদস্য মর্জিনা বেগমের হাতে টিকা পুশ করার একটি ছবি পাওয়া গেছে। এরপর ঘটনার সত্যতা যাচাইয়ে চার সদস্যবিশিষ্ট কমিটি করা হয়েছে।

তিনি আরও জানান, এমন ঘটনা দুঃখজনক। এটা কোনোভাবেই কাম্য নয়। ঘটনার সত্যতার জন্য তদন্ত কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদন হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক ছবিটি তোলা সংবাদকর্মী জানান, রোববার হাসপাতালে শতাধিক মানুষ করোনা টিকা নিতে আসেন। সকাল থেকে ভালোভাবেই টিকা কার্যক্রম চলছিল। দুপুরের দিকে চিকিৎসকরা খাবারের বিরতিতে যান। এ সময় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা আনসার সদস্য মর্জিনা বেগম নিজেই টিকা পুশ করা শুরু করেন মানুষকে।

রিপন আকন্দ/এনএ