কেক কাটছেন অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ, সদর ইউএনও মোছাব্বেরুল ইসলামসহ অতিথিরা / ছবি ঢাকা পোস্ট

সারাদেশের ন্যায় বাগেরহাটেও জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয় বাংলা মিডিয়া লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকাপোস্ট.কম’-এর উদ্বোধন করা হয়েছে।

‘সত্যের সাথে সন্ধি’ স্লোগান নিয়ে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বাগেরহাট প্রেসক্লাব সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে কেক কেটে ঢাকা পোস্টের উদ্বোধন ঘোষণা করেন অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ/ ছবি ঢাকা পোস্ট

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মোজাফফর হোসেন, অবসরপ্রাপ্ত বাগেরহাট জেলা তথ্য কর্মকর্তা মো. ফরিদ উদ্দীন।

প্রেসক্লাবের সহসভাপতি নকিব সিরাজুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুগান্তর ও মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি শওকত আলী বাবু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, সাবেক সহসভাপতি মোল্লা আব্দুর রব, বাংলা নিউজের জেলা প্রতিনিধি এসএস শোহান।

এ ছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

বাগেরহাটে ঢাকা পোস্টের শোভাযাত্রা ছবি / ঢাকা পোস্ট

বক্তারা বলেন, দেশ পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে গণমাধ্যম। সেই ধারাবাহিকতায় ঢাকাপোস্ট.কমও দেশের মানুষের কল্যাণে কাজ করবে। বক্তারা ঢাকাপোস্ট.কমের সঙ্গে জড়িত সব গণমাধ্যমকর্মী ও কর্তৃপক্ষের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

এরআগে প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক  প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রায় বাগেরহাটের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

তানজীম আহমেদ/এমএসআর