গণমাধ্যমের স্বাধীনতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা
কেক কেটে ঢাকাপোস্ট.কমের উদ্বোধন
মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেছেন, ঢাকা পোস্টের আজকের এই যাত্রার সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। আগামীর পথ চলায় ঢাকা পোস্ট আরও সক্রিয় ও মজবুত অবস্থান তৈরি করুক। মিডিয়ার জগতে তারা একটি সুদৃঢ় অবস্থান তৈরি করবে সেই প্রত্যাশা করি। আমরা বিশ্বাস করি গণমাধ্যমের স্বাধীনতা প্রতিনিয়ত আমাদের কাজে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে মৌলভীবাজারের শহীদ আইভি রহমান অডিটোরিয়ামে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
মৌলভীবাজার সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সুয়েব বলেন, আজ ঢাকা পোস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে। আমরা তাদের সাফল্য কামনা করছি। ঢাকা পোস্ট দেশের মিডিয়া জগতকে আরও বিকশিত করবে। দেশের কল্যাণে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবে পোর্টালটি।
ঢাকা পোস্টের মৌলভীবাজার প্রতিনিধি ওমর ফারুক নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- ইলেট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা) মৌলভীবাজারের সাধারণ সম্পাদক বকসি মিছবাহউর রহমান, বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমদ, সিনিয়র সাংবাদিক মাসুদ আহমদ। এছাড়া জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
ওমর ফারুক নাঈম/এসপি